একেলে-সেকেলে ভালোবাসা

ভালোবাসা আজকাল চা-কফির আড্ডায়, পার্কে বা সিনেমায়
মাঝে মাঝে বাইকের স্পিডে উড়ন্ত হাওয়ায়
অথবা লাল-নীল-বেগুনী গোলাপ কিংবা গ্লাডিওলাস ফুলে
কখনও আবার চটপটি-ফুচকার টং দোকানে
তোমরা যে যাই বলো না কেনো-
ডিজিটাল আলোয় ভালবাসা আজ বাক্সবন্দি
ভালোবাসার বার্তা এখন বাতাসে ঘোরে
ন্যানোসেকেন্ডে পাওয়া যায় প্রেয়সীর দেখা


কবুতরের পায়ে চিঠি বেঁধে কেউ আর ব্যর্থ চেষ্টা করে না
ডাকপিয়নরা গেছে চিরতরে, অবসরে।
হাত কেটে কেউ আর আলগা পিরিতি দেখায় না
আদরমাখানো রঙিন খামে লেখা চিঠি
আর বালিশে খোদাই করা ভালবাসার নাম এখন জাদুঘরে
জোৎস্না রাতে জোনাকির আলোয় পরিচয়-পরিনয় আর হয় না
রেশমী চুড়ি, লাল ফিতা আর বড় টিপ চায় না কেউ
কি অদ্ভূত ভালবাসার বিবর্তন !