দার্জিলিং

হে প্রিয়তমা দার্জিলিং
তোমাকে যতো দেখি ততোই নতুন করে পাই
তোমার বুক ঢেকে থাকে সবুজে আর মেঘকণিকায়
তোমার বুকে জন্ম নেয় হাজারো রং বেরং এর ফুল
তোমার বুকেই আশ্রয় নেয় লক্ষ লক্ষ মানুষ 
অন্ন জোগাও বহু কীট-পতঙ্গ আর বহু প্রজাতির।
এটা যেনো প্রকৃতির এক অপরূপ দার্জিলিং চক্র


তোমার আঁকাবাঁকা পাহাড়ি সরু রাস্তায়
ধরে রেখোছো কোটি পর্যটকের পদচিহ্ন
বহু মানুষের হৃদয়ের মণিকোঠায় বেঁধেছো বাসা
তোমার বুকে জন্ম নেওয়া চা-পাতায়
গাল ভেজায় বিশ্ব চা-প্রেমীরা গল্পে-আড্ডায়
তোমার বুকেই দেখা যায় সূর্যোদয় আর হিমালয়।