কোথায় পাওয়া যায় ভালবাসা?

তোমরা আসলে কোন ভালবাসার কথা বলছো?
শেষ রাতে সহবাস করা যে বউটা সকালে অন্যের হাত ধরে চলে যায় !
তার কথা?
যে সারাজীবন তোমার হাতে হাত রাখবে
আর পূর্নিমা রাতের চাঁদ দেখবে বলে কথা দিয়েছিলো
সে তো রাত পেরোলেই পরপুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত হয়।
তোমরা তাহলে কোন ভালবাসার কথা বলছো?

দ্বীপের কথা মনে পড়ে?
ভালোবেসে বিয়ে করেছিলো অনন্যাকে।
চিঠি, গোলাপ, উপহার আর চকলেট; আদর-আদর মাখা পুরো ভালবাসা
মেয়েটা পরিবার ফেলে ছেলেটাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলো।
কিছুদিন যেতে না যেতেই সংসারে টানাপোড়েন
মাদকাসক্ত স্বামী, পেটে বাচ্চা।
ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েটার অভিমান, অত:পর আত্মহনন
তোমরা কি তাহলে এই ভালবাসার কথা বলছো?
জীবনই যেখানে শেষ করে দিতে হয় !

করিমের বউ এর ইতিহাস জানো?
দুটো বাচ্চা রেখে কাউকে না বলে আমেরিকা পাড়ি দিয়েছিলো প্রবাসীর সাথে।
অথচ বছর দশেক চুটিয়ে প্রেম আর ভালবাসা দেখে হিংসা হতো সবার।
একবার তো বইমেলায় সবার সামনেই চুম্বনের দৃশ্য এলাকায় ভাইরাল হয়েছিলো।
একে অপরকে পৃষ্ঠার পর পৃষ্ঠা দিতো চিঠি।
সেই বউটাও নতুন সুখের খোঁজে পালিয়ে যায়।

আমাদের পাড়ার যুবক রাজিবের গল্প তো আরও ভয়াবহ !
অল্প বয়োসী বউ রেখে ৭ বাচ্চার মা কে নিয়ে ভেগে যায় বরিশাল এ !
মাস কয়েক পর এক মডেল কন্যাকে নিয়ে আবার ভেগে যায় ভোলায় !
তোমরা তাহলে কাদেরকে বিশ্বাস করবে, ভালবাসবে?
অনিশ্চয়তার ভালবাসা চক্রে আর কতদিন !

এর চেয়ে ভালো--সব ছেড়ে ছুড়ে দিয়ে নির্জন দ্বীপে থাকো একা
স্বচ্ছ জল দেখে দেখে সময় কাটাও, গলা ভরে গাও গান
নুড়ি পাথর দিয়ে আরেকটা একা মানুষের সাথে খেলো বাঘবন্দী
তবুও ভালবাসা নামক নরক থেকে বাঁচতে পারবে।
অন্তত মিথ্যা আশ্বাস থেকে নিতে পারবে অনন্তকালের ছুটি।
জীবন আর ক'দিনের বলো !
এর চেয়ে বরং একা থাকাই ভালো !