ব্যবসার জন্য ডোমেইন (Domain) কেনা জরুরী কেনো?
ডোমেইন কি?
ডোমেইন হলো নাম। ওয়েব এড্রেস এর নামকেই ডোমেইন বলে। www.monoputo.com, www.xotil.com কিংবা www.google.com ওয়েব এড্রেসই ডোমেইন।
যে কোনো ব্যবসা শুরু করার আগেই ডোমেইন কিনতে হয়। ডোমেইন না কিনে ব্যবসা শুরু করাটা বড্ড বোকামি। কেউ ওয়েবসাইট যদি পরেও তৈরী করার মনস্থির করে, তবুও তাকে ডোমেইন কেনা উচিত। কারণ আপনার ব্যবসার নামই যদি অন্য কেউ নিয়ে নেয়, তাহলে আপনার ঐ ব্র্যান্ড এর কোনো মূল্য নেই। এজন্য ব্যবসা শুরু করার আগে প্রথম যে কাজটি করতে হয়; তা হলো ব্যবসার নামের সাথে সামঞ্জস্য রেখে ডোমেইন কিনে ফেলা। এখন প্রশ্ন হলো, ডোমেইন কেনার প্রথম ধাপ কি? সাধারণত ব্যবসার জন্য .com ডোমেইন সবচেয়ে ভালো। বিভিন্ন এনজিও কিংবা বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের জন্য সাধারণত .org ডোমেইন এক্সটেনশন, নেটওয়ার্কিং এর জন্য .net বেশি ব্যবহার করে।
মনে রাখবেন, ট্রেড লাইসেন্স এর চেয়েও বেশি জরুরী হলো ব্যবসার নামে ডোমেইন কেনা। সুতরাং ডোমেইন কেনার ব্যাপারে কার্পন্য একদমই গ্রহনযোগ্য নয়।
ডোমেইন কিভাবে কিনতে হয়?
ডোমেইন কিনতে হলে বিশ্বের সেরা কিছু সাইট কিংবা বাংলাদেশ এর নির্ভরযোগ্য সাইট থেকে ডোমেইন কেনা উচিত। Name.com, Namecheap.com, Namesilo.com, Godaddy.com থেকে ডোমেইন কিনতে পারবেন। আবার দেশীয় IT Company এর সাইট Monoputo থেকেও নির্ধারিতমূল্যে ডোমেইন কিনে নিতে পারেন। ১ বছরের জন্য .com ডোমেইন মাত্র ১০০০ টাকা। মনে রাখবেন, ১০০০ টাকা বছরে বাঁচাতে গিয়ে নিজের ডোমেইনটা চিরতরে হারাবেন না। ফ্রি কোনো জিনিসই ভালো নয়। ভুইফোঁড় অসাধু কোম্পানী থেকে ডোমেইন কিনে প্রতারিত হবেন না। উপরের সাইট থেকে বিভিন্ন ডোমেইন এক্সটেনশন এর নির্ধারিত মূল্যে ডোমেইন কিনতে পারবেন। আপনার পছন্দের নাম দিয়ে সার্চ করে দেখতে পারবেন যে, তা আগেই কেনা হয়েছে কি না কিংবা এখনও খালি আছে কি না।
ডোমেইন নাম নির্বাচন
ডোমেইন যতো ছোটো হবে, ততো স্মার্ট এবং ব্যবহার উপযোগী হবে। ডোমেইন কেনার সময় দেখতে হবে যে নামটি সহজেই মনে রাখার মতো কি না, সংক্ষিপ্ত কি না। অবশ্যই ৬৩ ক্যারেক্টার এর মধ্যে হতে হয়। নামের আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে--
০১. ডটকম (.com) পছন্দের তালিকায় শীর্ষে রাখবেন।
০২. ব্যবসার সাথে নামের সম্পর্ক রাখবেন।
০৩. অপ্রয়োজনীয় হাইপেন ব্যবহার করবেন না।
০৪. যতো ছোটো রাখবেন, ততই ভালো।
সুতরাং ব্যবসা শুরু করার আগেই এই ছোটো কিন্তু সবচেয়ে মূল্যবান কাজটি করে ফেলবেন। ডোমেইন প্রতি বছরে রিনিউ করতে হয়। ডোমেইন একবার হাতছাড়া হয়ে গেলে তা চড়া দামে আবার কিনতে হয়; ক্ষেত্রবিশেষে আপনি চিরতরে হারাতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.hpalak.com অথবা www.monoputo.com এর ওয়েবসাইটে।