ব্যবসার জন্য ওয়েবসাইট কেনো জরুরী-Why website is important for a business?
ইন্টারনেট বিস্তৃতির সাথে সাথে ওয়েবসাইট এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ওয়েবসাইটের উপর লোকজন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। এখন এটা জানা অত্যন্ত জরুরী যে, ব্যবসার উন্নয়নে ওয়েবসাইট কেন এতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং কীভাবে একটি ওয়েবসাইট আপনার ব্যবসাকে আরও উন্নত এবং আরও লাভবান করবে। আসুন জেনে নেই :
১. একটি শক্তিশালী মার্কেটিং মাধ্যম মাধ্যম :
বর্তমানে বেশিরভাগ মানুষ পণ্য/সার্ভিস ক্রয় করার আগে সেই পণ্য এবং কোম্পানি সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সেই কোম্পানির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেন। এমনকি কেউ যদি পণ্য বা সার্ভিসটি নাও কিনতে চান; তবুও তারা পণ্য এবং কোম্পানি সম্পর্কে কোম্পানির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পছন্দ করেন। এভাবে ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত ও সহজেই যে কোন ব্যবসা মানুষের কাছে পরিচিতি পাচ্ছে ও আস্থা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।
২. ক্রেতার বিশ্বাসযোগ্যতা তৈরীর অন্যতম উপায় :
যদি আপনার একটি ছোট বা বড় ব্যবসা থাকে; তো নি:সন্দেহে আপনার একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। যদি আপনার কোন ব্যবসায়িক ওয়েবসাইট না থাকে তাহলে ক্রেতা ধরেই নিতে পারেন এটি একটি সাময়িক টাইপের বা নন-ব্র্যান্ড কোম্পানি এবং আপনি আপনার ব্যবসা সম্পর্কে সচেতন বা দায়িত্বশীল নন। এভাবে আপনি ক্রেতাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন। একটি ওয়েবসাইট আপনার ব্যবসা সম্পর্কে মানুষের মনে আস্থা গড়ে তুলতে পারে। তাই বলা যেতেই পারে, আপনার সাইটটিই হতে পারে কোন ক্রেতাকে আকর্ষণ করার প্রথম সুযোগ ও অন্যতম উপায়।
৩. করোনার মতো দুর্যোগে ওয়েবসাইটের ভূমিকা :
বর্তমানে এমন কিছু নেই; যা ইন্টারনেটের মাধ্যমে ক্রয় বা বিক্রয় করা যায় না এবং এর হার দিনদিন বেড়েই চলেছে। বিশেষ করে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে, ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহার বেড়ে চলেছে। বই থেকে শুরু করে মুদির দোকানের জিনিসপত্র কিংবা রিয়েলস্টেটের মত দামী উপকরণও এখানে কেনাবেচা চলছে অনলাইন প্লাটফর্মে। এর জন্য দরকার একটি ভালো মানের ওয়েবসাইট।
৪. প্রতিযোগিতায় টিকে থাকা :
বর্তমানে বেশিরভাগ নামি-দামি কোম্পানির নিজস্ব ব্যবসায়িক ওয়েবসাইট রয়েছে। যদি আপনার ব্যবসার নিজস্ব কোন ব্যবসায়িক ওয়েবসাইট না থাকে, তাহলে আপনার ব্যবসা অন্য সেই সকল ব্যবসা থেকে পিছিয়ে পড়বে।
৫. আন্তর্জাতিক লেনদেন এবং পরিচিতি :
আধুনিক বিশ্বে বহু আগে থেকেই ওয়েবসাইটের প্রচলন রয়েছে। বর্তমানে বাংলাদেশের জন্যও এটি একটি সম্ভবনাময় ক্ষেত্র হয়ে উঠেছে। বড় বড় কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠান গুলো আন্তর্জাতিকভাবে ব্যবসায়িক লেনদেনের জন্য ও পরিচিতি লাভের জন্য ওয়েবসাইটকে তাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে।
৬. যোগাযোগ এর সহজতর উপায় :
যদি আপনার একটি ওয়েবসাইট থাকে তবে ক্রেতা, কর্মচারী, ব্যবসায়িক সহকর্মী এমনকি বিনিয়োগকারী পর্যন্ত আপনার ব্যবসা সম্পর্কে যে কোন সময় পৃথিবীর যেকোন প্রান্তে বসে খুব দ্রুত ও সহজেই জানতে পারবেন ও যোগাযোগ করতে পারবেন।
৭. সোশ্যাল মিডিয়ার সাথে ওয়েবসাইটের লিংক তৈরী:
এখন বেশিরভাগ মানুষই ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন। আপনি যখন আপনার অফিসিয়াল ফেসবুক/টুইটার কিংবা লিংকডইনসহ অন্যান্য সাইটগুলোর সাথে আপনার ওয়েবসাইট ট্যাগ করে দিবেন, তখন আপনার ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্লাটফর্মটা আরও শক্তিশালী হবে।
ওয়েবসাইট বানাতে খরচ কোন কোন বিষয় এর উপর নির্ভর করে?
--------------------------------------------------------------------------------
ওয়েবসাইট বানানোর খরচ বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো নিচে দেওয়া হলো-
ডোমেইন এর দাম;
কত জিবি হোস্টিং নেবেন / কী ধরনের হোস্টিং নেবেন সেটার দাম;
সাইটের নিশ বা ধরন অনুযায়ী ডেভেলপমেন্ট ও ডিজাইনিং এর খরচ।
আবার ডেভেলপমেন্ট ও ডিজাইনিং এর খরচ আবার বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে!
কয়টা পেইজ থাকবে
কী কী ফিচার থাকবে
কী কী কন্টেন্ট ও ফাইল থাকবে
অন্যান্য ডিজাইন
কেমন ধরনের ওয়েবসাইট বানাতে চান?
-------------------------------------------
ই-কমার্স ওয়েবসাইট
মাল্টি ভেন্ডর ওয়েবসাইট
কৃষি বিষয়ক ওয়েবসাইট
অনলাইন রেডিও, টিভি
ব্যক্তিগত ওয়েবসাইট
সেলিব্রিটি/লেখক/সাহিত্যিক/নাট্যকার/ডাক্তার
বই, স্টেশনারি
কমিউনিটি
নিউজপেপার ওয়েবসাইট
ট্যুর/পিকনিক/রিসোর্ট ওয়েবসাইট
হোটেল ও পর্যটন ওয়েবসাইট
ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট
ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট
রিয়েল ইস্টেট কোম্পানী ওয়েবসাইট
ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল/ কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট
গ্রুপ অব কোম্পানী ওয়েবসাইট
বায়িং হাউজ/গার্মেন্টস এসোসিয়েশন ওয়েবসাইট
ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট
মার্কেটিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট
ল-ফার্ম ওয়েবসাইট
হাসপাতাল/ ক্লিনিক ওয়েবসাইট
ফাইনেন্সিয়াল এসোসিয়েশন ওয়েবসাইট
এনজিও এবং সামাজিক কার্যক্রম সংবলিত ওয়েবসাইট
অকশন ওয়েবসাইট
শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
ব্লগ ওয়েবসাইট
ট্রেইনিং প্রতিষ্ঠান/কোচিং সেন্টার ওয়েবসাইট
হাসপাতাল ও ক্লিনিক ওয়েবসাইট
কেমন খরচ হবে কোয়ালিটিসম্পন্ন ডাইনামিক ওয়েবসাইট তৈরী করতে?
----------------------------------------------------------------------------
একটা ডাইনামিক ওয়েবসাইট শুরু হয় ২৫০০০ টাকা থেকে। (ডোমেইন+হোস্টিংসহ)
১ বছর মেয়াদ পাবেন ডোমেইন এবং ১ জিবি হোস্টিং পাবেন ১ বছরের জন্য।
আমাদের ওয়েবসাইট ডেলিভারি করার পর ৩ মাসের ফ্রি সার্ভিস পাবেন।
আপনাকে পুরো কন্ট্রোল প্যানেল দেওয়া হবে।
আপনার প্রয়োজন অনুযায়ী ওয়েবমেইল (Webmail) তৈরী করে দেওয়া হবে।
বিশ্বমানের ক্রিয়েটিভ কনটেন্ট থাকবে।
কাস্টমাইজড গ্রাফিক্স ডিজাইন
১০ টি স্ট্যাটিক html পেইজ (A4)
পণ্য সম্বলিত পেইজ (দরকার হলে)
টেস্টিমনিয়াল
হোমপেইজ ব্যানার স্লাইড শো
ফিডব্যাক এবং যোগাযোগের জন্য ফর্ম
SEO ফ্রেন্ডলি ডিজাইন
সোশ্যাল মিডিয়া লিংক
মোবাইল রেসপনসিভ
আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সরাসরি অফিসেও আসতে পারেন।
অফিসের ঠিকানা
-------------------------------
Confidence Tower, Building-2, 7D, 7th Floor
Shahjadpur Bus-Stand, Gulshan, Dhaka-1212
Hotline: 01792-395969