আমি একজন সেলসম্যান

আংশিক রিভিউ: আমি একজন সেলসম্যান

শুরুটা চমৎকার। উৎসর্গ লেখকের মা কে। মায়ের ইচ্ছা এবং লেখকের স্বপ্ন ফুটে উঠেছে চমৎকারভাবে।

ভূমিকাটা দারুণ। ইমোশনাল ইন্টেলিজেন্স এর সফটস্কিল নিয়ে যাদের জানার আগ্রহ আছে, তাদেরকে বইটি বেশ কাজে দেবে বলে ধারণা দেওয়া আছে। কর্পোরেট এর সেলস টার্গেট নিয়ে একটা মানুষের দিনযাপন কিংবা বাস্তব জীবনের প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে শুরুর দিকেই। কর্পোরেট রাজনীতিকে দুমড়ে মুচড়ে ফেলে সবার মন জয় করার ক্ষমতার বিষয়গুলো রপ্ত করার কৌশল নিয়ে লেখাটা শুরু হয়েছে। আমরা অল্পতেই জাজমেন্টাল হয়ে পড়ি; সেটা ব্যক্তিগত কিংবা অফিসে। নিচের এই উক্তিগুলোর সঠিক প্রয়োগ হয়েছে গল্পের প্রয়োজনে।

১. "পৃথিবীর অধিকাংশ মানুষই ভুল মানুষকে ভালোবাসে। ভুল পাত্রে ভালোবাসা ঢেলে দেয়।"
২. "একসাথে না থাকার জন্য হাজারটা কারণ খোঁজা যেতে পারে কিন্তু থাকার জন্য কেবল একটা কারণই যথেষ্ট-ভালোবাসা"

কোনো এক সময় যখন গল্পকার/লেখক তার পুরোনো সহকর্মীদেরকে ছেড়ে নতুন কর্মক্ষেত্রে চলে যান, তখন মনের ভেতরটার সত্যিকার ভাবনাগুলো কেমন হয়, তারই প্রতিচ্ছবি এভাবে ফুটিয়ে তুলেছেন---

"এখনও কোনো এক খেয়ালি দুপুর কিংবা অলস সন্ধ্যায় প্রিয় মানুষগুলো এসে ভিড় করে আমার হৃদয় চাতালে। যাদের সাথে কেটেছে এক যুগের সকাল-সন্ধ্যা। যেখানে আমরা গড়েছিলাম শর্তহীন নিজেদের একটা ভালোবাসার পরিবার।"

একজন সেলসম্যান এর জীবন আছে। পরিবার আছে। পরিবারের নিজেদের সন্তানদেরকে মানুষ করার ব্যাপারে সুস্পষ্ট দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে। এক কথায় একটা ব্যালান্সড লাইফ লিড করার মতো সঠিক দিক-নির্দেশনা পাওয়া যাবে। এ ব্যাপারে গল্পকার/লেখক এভাবেই তুলে ধরেছেন--

"এখন যে ধরণের ভলাটাইল সময়, তাতে করে একজন দায়িত্ববান বাবা হিসাবে আমি আমাদের সন্তানদের এই শিক্ষাই তো দেব, যাতে করে তারা হীরা আর কাচের পার্থক্য বুঝতে পারে। ইথিকস আর মোরালিটিতে তারা যেনো এ প্লাস পায়। তারা নে স্পষ্ট এবং দৃঢ় চরিত্র তৈরী করতে সক্ষম হয়। সর্বোপরি যেন তারা ভালো মানুষ হয়।

নীতি-নৈতিকতা নিয়ে আরও একটি কথা এসেছে গল্পের প্রয়োজনে, যা প্রকাশ না করলেই নয়--" কী আশ্চর্য, আমরা নাগরিক সুবিধা চাই আবার হোল্ডিং ট্যাক্স চুরি করি। সম্পদের পাহাড় গড়ি আবার ইনকাম ট্যাক্স ফাঁকি দিই। জুন এলে কালোকে সাদা করার পথ খুঁজি। আর রাষ্ট্রের রিজার্ভ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে মুখে ফেনা তুলি।"

 

এক কথায় দারুণ। এক তৃতীয়াংশ পড়েছি। পুরো বইটার একটা ককটেল রিভিউ লিখবো ইনশাআল্লাহ। পরিশেষে বই থেকে একটা টিপস শিখেছি; সেটা লিখে শেষ করবো। কেউ মসজিদে গিয়ে জুতো রাখবেন দুই বক্সে। কিংবা একটু দূরে। চোর যেনো জোড়া খুঁজে না পায়। লেখকের বাবা কিংবা গল্পকারের বাবার ট্রিক্স ছিলো।