Bongobondhu
বঙ্গবন্ধুকে ভালবাসতে গিয়ে এরকম একটি ছবি কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। শিক্ষামন্ত্রীকে খুশি করতে গিয়ে বঙ্গবন্ধুকে সস্তা করার কি কোনো মানে আছে? কাউকে ভালোবাসা প্রদর্শনের সিস্টেম এতোটা সস্তা হতে হবে কেনো? কি শিখবে শিক্ষার্থীরা? নিশ্চই এই অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর এই মুখোশ প্রতিকৃতি ছুড়ে ফেলে দিয়েছে রাস্তায়। অনেকেরই পদপৃষ্ঠ হয়েছে। আমি বঙ্গবন্ধুকে বাংলাদেশ এর নেতা হিসাবে দেখি, কোনো নির্দিষ্ট দলের নয়। আর তৈলবাজ নেতারা দূরে গিয়ে মরেন। এরাই যে কোনো দলের জন্যই হুমকিস্বরূপ।
ফুটনোট: আগামী মুজিব শতবার্ষিকীতে বিরিয়ানি নিয়ে মারামারি, অর্থ লুটপাট, তৈলবাজদের প্যাচাল দেখবো। কোনো সন্দেহ আছে কি?
ছবি: প্রথম আলো