
মানুষের বাচ্চা
সময় এসেছে "মানুষের বাচ্চা" বলে গালি দেওয়ার। কথায় কথায় আমরা "শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা" বলে গালি দিই। আমাদের দেশের মানুষের মধ্যে যে নৈতিক বিপর্যয় আমরা এখন দেখতে পাই সেখানে মানুষের বাচ্চা বলে গালি দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। একটা কুকুর কেমন প্রভুভক্ত হতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। মানুষ এর উপর এখন বিশ্বাস রাখা যায় না কিন্তু একটি কুকুরের উপর করা যায়। বেঈমানি, হত্যা, লুন্ঠন, নির্যাতন, চুরি-ডাকাতি মানুষ করে, একটি কুকুর কখনই করে না। আমাদের মানুষের মধ্যে যারা পাগল; তারা যেমন না বুঝে কিছু কাজ করে, তেমনি কুকুরের মধ্যে পাগল আছে; তারাই হয়তো অবুঝের মতো কামড়ে দেয়। সেটা বিভিন্ন অসুখের কারণে বা জাতভেদে হতে পারে। হাজারে একটি কুকুরের মধ্যে এই সমস্যা আছে। আর হাজারে মানুষ খারাপ ৯০০ জন। (সংখ্যা নিয়ে দ্বিমত থাকতে পারে, ধারণা থেকে বলছি) মানুষ হয়েও পশুর চেয়ে নিকৃষ্ট এরা। দয়া করে এখন থেকে কারও উপর রাগ হলে মানুষের বাচ্চা বলেই গালি দেন। এতে কিছু কুকুর এর আত্মা হয়তো শান্তি পাবে। যেভাবে পশুর উপর অত্যাচার হয় এদেশে; পশু নির্যাতন সেল গঠন করা দরকার অনতিবিলম্বে।