HOUSEHUSBAND
আমি আসলে কোন কাজটা ভালো পারি? অনেক হিসাব করে দেখলাম, আমি HOUSEHUSBAND হিসাবে হয়তো ভালো; শুধু ভালো নয়, বেশ ভালো। ছেলেকে মানুষ করার কাজ; যা ইতোমধ্যে শুরু করেছি। রান্না-বান্না বেশ ভালোই পারি। ছেলের জন্য বেশ মজাদার রান্না করতে পারি। অনেক গৃহিনীদের চেয়েও ভালো রান্না করি বলেই বিশ্বাস করি। (প্রমাণিত :)) সেটা আবার ছেলেকে বিভিন্ন কৌশলে খাওয়ানোও ভালো পারি। ঘর দুয়োর পরিস্কার, থালা-বাসন মাজা, কাপড় পরিস্কার করতে কষ্ট হয় না। বেশ স্বাচ্ছন্দ্যেই করি। ইতোমধ্যে বাসার কাজের লোকও বিদায় করে দিয়েছি। নিজেই সব করি। ভালো লাগে। কয়েকটা থালাবাসন ধোঁয়া আর রান্নার জন্য তরকারি কোটার জন্য কাজের লোকের অপেক্ষা করার কোনো মানেই হয় না। ক্ষেত্রবিশেষে মেজাজ খারাপ হয়। ছেলের মলমূত্রও