
অনেকগুলো বাচ্চা চাই
অনেকগুলো বাচ্চা চাই
ঘরগুলো নিস্তব্ধতায় ভৌতিক অন্ধকার লাগে
পাখিদের কিচিরমিচির এই শহরে কোথায় পাবো?
জোড়ায় জোড়ায় বাচ্চারা ঘুরবে এ ঘর থেকে ও ঘরে
চিৎকার চেচামেচিতে একাকীত্ব যাবে নির্বাসনে
না ফেরা পাখীর মতো আসবে না আর ফিরে
এই ছন্নছাড়া জীবনে একলা থাকা এই ঘরে।
অনেকগুলো দুষ্টু দুষ্টু বাচ্চা চাই
নরম হাতে ফিস একুইরিয়ামটা ভেঙ্গে ফেলার শব্দ
ফুলদানি সব আছড়ে ফেলার শব্দ
দেওয়াল জুড়ে ছবির ফ্রেমগুলো পড়ে যাওয়ার করুণ শব্দ
কাঁচের আসবাবপত্রগুলো ভাঙ্গার নির্মম শব্দ আর
পরম যত্নে রাখা চায়ের মগগুলো স্বযত্নে ভাঙার নিরব দর্শনার্থী হতে চাই
কলসি ভরা ফুটন্ত পানি আর সদ্য রান্না করা ডালে
বাচ্চাদের খেলার বলটা যাবে চলে
তবুও আমার বাচ্চা চাই, যেও না গো ভুলে।
আমার অনেকগুলো সোনাবাচ্চা চাই
নানানরকম বাহানা নিয়ে আসবে কাছে
বিচার সালিশে কেটে যাবে দিন-রাত
আদরে আদরে ঘুম হবে না বহুরাত
টিভি সিরিয়ালগুলোর পর্ব সিরিয়ালেই জমা হবে
জীবনের সিরিয়ালে জীবন কেটে যাবে
ঘরগুলো সব আলো করে আসুক ঘরে
বাচ্চা দেবে বাচ্চা? অনেকগুলো বাচ্চা !