Post Details
Home / হয়তো তুমি
হয়তো তুমি
হয়তো তুমি অন্য কারও বোতাম খোলো
অন্য কারও ভাঁজ দেখো।
অন্য কারও চোখে চোখ রেখে উষ্ণতা নাও প্রাণ ভরে।
অন্য কারও বুকে গভীর সমুদ্র খোঁজো।
অন্য কোনো সুহাসিনীর শাড়ির কুচিটা ঠিক করে দাও
মাঝে মাঝে টিপটাও পরিয়ে দাও।
কোন রং এ ভালো লাগে; তার কনসাল্টেন্সিটাও দারুণ করো !
নানা রং এর গ্ল্যাডিওলাস ফুল দিয়ে বিশেষ দিবসে বরণ করো।
বিশেষ দিনে গোটা গোটা অক্ষরে রঙিন খামে চিঠি দাও
কি অদ্ভূতভাবে চেনা মানুষটার নিদারুণ বিবর্তন!