স্বপ্ন ও ভবিষ্যত

তুমিই একদিন বলেছিলে

তোমার স্বপ্ন আর আমাকে নিয়ে আঁকা ভবিষ্যত

মনে মনে বীজ বপন করেছিলে স্বপ্নের ছবিগুলো

যা অস্বাভাবিক বেড়ে ওঠা দেখেছি তোমারই চোখে

মনের অজান্তেই পুলকিত হতাম বারেবারে

তোমার স্বপ্নে ধরা দিতে

কি সব আয়োজন করেছিলামতোমার মনে আছে?

আমার রাজ্যে বসিয়ে দিলাম মই

বেয়ে বেয়ে উপরে আসলে

তুমি আমার হলেআর আমি তোমার

তোমার স্বপ্ন হলো সত্যি

আর আমি পেলাম আমার কৈশরে দেখা স্বপ্নের বউ

তোমাকে বলা হয় নি

সবাই বলতোআমার বউ হবে কালোচুল সাদা

আর চামড়া হবে ঝোলা !

মাঝে মাঝে ক্ষেপে যেতাম ওগুলো শুনে

আর আমার যৌবনে আঁকা ছবির সাথে

তুমি আর তোমার অস্তিত্ব পুরোপুরি যায় মিলে

ঠিক তুমি যাতা- ভাল লাগে

ভাল লাগে পতত্রি স্ট্রিটে হাতে হাত ধরে হাঁটতে

আর ভাল লাগে তোমার অস্তিত্বে মিশে গিয়ে

আমাদের ভবিষ্যত স্বপ্ন রচনা করতে

অতীতের স্বপ্নগুলো সব সত্যি হতে চলেছে

জেনে রেখোবর্তমান দেখা স্বপ্নগুলোও সত্যি হবে

আমাদের বপন করা বীজগুলোও বড় হবে

আমাদের ঘরও হবে আমাদের আঁকা ঘরের মতোই

শুধু বিশ্বাসটুকুই ধরে রেখোযতটুকুই আছে।