
তোমার আমি
আমি বৃষ্টির কণা হতে চাই।
ঝুম বৃষ্টিতে চোখ বন্ধ করে যখন আকাশের পানে চেয়ে থাকো
তখন বৃষ্টির কণা হয়ে তোমার ঠোঁটের উপর আছড়ে পড়তে চাই।
আমি নীল গোলাপ হতে চাই
ভালবেসে গোলাপ না পেলেও;
যখন গাছ থেকে গোলাপ ছিড়তে আসবে
তখন তোমার স্পর্শ তো পাবো ! এটাই বা কম কি !
আমি বরং ভোরের কোকিল হবো
তোমার মিষ্টি সকালের প্রথম স্নিগ্ধ মুখখানা দেখবো
জানালা খুলে আমার ডাক শুনবে ব্যাকুলভরে
আমি উড়ে গেলে হয়তো কাছে পেতে চাইবে
সেই অভিমানী মুখটা বড্ড চোখে ভাসছে !