
পত্র দিও পতত্রী
পতত্রী, বলতে পারি নি সেদিন
যখন তোমায় দেখেছিলাম প্রথম
নির্লোভ প্রেমিকের মতো ছুতে চেয়েছিলাম তোমার গাল
কিন্তু বিশ্বাস করো; ভয় হয়েছিল
ভয় হয়েছিল যদি তুমি হাতটা সরিয়ে দাও !
যদি তোমার চোখ রাঙানীতে আমার কোমল হৃদয়টা চিরে যায়
আর যখন লেকের ধারে দুজনে বসেছিলাম পাশাপাশি
আশেপাশের যুগলদের হাত ধরাধরি
আর ভালবাসা বিনময় দেখে
হিংসে হয় নি; কেন জানো?
তোমাকে স্পর্শ না করেও ভালবাসার বেতারে
আমার সমস্ত ভালবাসা প্রচার করেছিলাম
আর তুমি নিরব শ্রোতার মতোই শুনেছিলে
ভালবাসার কাঙ্গালকে ভিক্ষুকের বেশে দেখে
তোমার মন কি খুব কেঁদেছিল সেদিন?
এজন্যই কি বলেছিলে-“তোমার হাতটা ধরতে পারি”?
হঠাৎ মনে হয়েছিল স্বপ্ন, কিন্তু বাস্তবে দেখি
আমার হাতে হাত, চোখে চোখ
মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই আমার
আর সব স্বপ্নগুলো বাস্তব
চোখের সামনে দিয়ে উড়ে যাওয়া পাখীগুলোও
আমাদের মতো নীড় খুঁজে পাবে নিশ্চিত
আর তুমি যা ভেবেছিলে তা আজও আমার অজানা
তোমার ভাবনাগুলো নিয়ে মনে মনে সাজায়
আর বিচরণ করি দূর নক্ষত্রে, সিক্ত হই ভালবাসায়
এগুলো তো আমার কল্পনায় তোমার ভাবনাগুলো !!
তাহলে তোমার সত্যিকার ভাবনাগুলো কি?
না কি আমৃত্যু ভেবেই যাবো !!
পত্র দিও পতত্রী।