চিরবিদায় প্রিয়তমা
কঠিন অসুখ হয়েছে প্রিয়তমা তোমার মৃত্যুকামনাকে দিতে পারো ছুটি
তোমার স্বপ্নপূরণে আমার শেষ নি:শ্বাসটুকুই আছে বাকি
সুপ্ত আগ্নেয়গিরির মতো তোমার মনোকষ্টগুলো
সুনামির মতো উজাড় করো এবার
ঝেড়ে ফেলো আমার প্রতি;
তোমার যতো বিশ্বাস আর সেই ভালোবাসা।
তোমার মনে আছে প্রিয়তমা?
কৃষ্ণচুড়ার ফুল দিয়েছিলাম তোমার খোপায়?
মাইনাস ডিগ্রী সেন্টিগ্রেডে তোমাকে দিয়েছিলাম উষ্ণতা
বিশাল মাঠে সবার সামনে সাহস করে
দিয়েছিলাম তোমার গোলাপী ওষ্ঠে সুদীর্ঘ চুম্বন !
হাজারো গান শুনিয়েছি কানে কানে রিকশায় !
বিশেষ দিবসে তোমাকে দেওয়া চিঠিগুলো কি এখনো মনে ভাসে?
হেমন্তের সকালে হালকা শিশিরে তোমার পা কি এখনো ভিজে?
তুমিহীন সুখে থাকা আমার কাছে তো দিব্যি মরণ !
আয়োজন করে মৃত্যুর কি স্বাদ নিবো !
তবুও শরীরের মৃত্যুকে দেখে যেও একটিবার।
জানি, তুমি আসবে না আর।
তবুও খুঁজে ফিরি বারবার;
চিরবিদায় প্রিয়তমা এবার।