রূপা ও পরকিয়া
রূপা। বয়স ১৯। বেশ রূপবতী বউ। ১৮ মাসের প্রেমের পরে তার প্রেমিক সালমানকে বিয়ে করেছে। সালমান সম্প্রতি পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছে। ট্রেনিং এ রয়েছে সাভারে। বিয়ে হয়েছে মাস তিনেক আগে। বিয়ের পর তারা একসাথে ছিলো মাত্র ৭ দিন। তারপর সালমান সাভারে ফিরে গিয়েছিলো্। রূপা সালমানকে বিভিন্ন সময়ে ফোন দেয় কিন্তু সালমান ব্যস্ত বলেই লাইনটা কেটে দেয় বিভিন্ন সময়ে। রূপার খুদে বার্তায়ও সে বিরক্ত হয় এবং যখন তখন ফোন দিতে নিষেধ করে। রূপা সারাদিনে যদি ফোনও না দেয় তাহলে সালমান একবারের জন্যও তার স্ত্রী রূপার খোঁজ নেয় না। অথচ বাবা-মা পরিবারকে ছেড়ে তার স্বামীর বাড়িতেই থাকে শ্বশুর-শ্বাশুড়ি নিয়ে। সালমান আসলে বিভিন্ন মেয়েদের সাথে ফোনে কথা বলে; এমনকি প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছে। এটা রূপা জানার পরে সালমানের সাথে দেখা করার জন্য গ্রাম থেকে সাভার ট্রেনিং সেন্টার এ যায়। ডরমেটরি গেস্ট হাউজের সোফায় বসে আছে দুজনে দু প্রান্তে। রূপা সালমানকে বলে-” আমি থাকতে তুমি কেনো অন্য মেয়েদের সাথে পরকিয়ায় লিপ্ত হবে?” সালমান বলে-” তোর থাকতে ইচ্ছা করলে থাকবি; না হয় তোর বাপের বাড়ি চলে যা।” রূপা বলে- “তাহলে তুমি আমাকে কেনো বিয়ে করেছিলে?”