
দার্জিলিং
হে প্রিয়তমা দার্জিলিং
তোমাকে যতো দেখি ততোই নতুন করে পাই
তোমার বুক ঢেকে থাকে সবুজে আর মেঘকণিকায়
তোমার বুকে জন্ম নেয় হাজারো রং বেরং এর
ফুল
তোমার বুকেই আশ্রয় নেয় লক্ষ লক্ষ মানুষ
অন্ন জোগাও বহু কীট-পতঙ্গ আর বহু
প্রজাতির।
এটা যেনো প্রকৃতির এক অপরূপ “দার্জিলিং চক্র”